সিলেটে খাল থেকে ভারতীয় নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার

1 hour ago 1

সিলেটের বালাগঞ্জের একটি খাল থেকে এক ভারতীয় নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্যমতে, খালটি দিয়ে কুশিয়ারা নদীর পানি হাওরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, স্রোতের ধাক্কায় মস্তকহীন লাশটি এখানে এসেছে।

লাশের প্যান্টের পকেট তল্লাশি করে একটি মোবাইল ফোন, একজোড়া চাবি, একটি মানিব্যাগ, ভারতীয় টাকা, কিছু ছবি ও একটি ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রে নাম উল্লেখ রয়েছে—গৌরাঙ্গ ঘোষ।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া কালবেলাকে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Read Entire Article