সিলেটে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার

2 weeks ago 17
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলার পৌর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার দুজন হলেন, গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের মৃত তবারক আলীর ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ (৩৫) ও তার ভাই পৌর ছাত্রলীগ নেতা নাঈম আহমদ (২৫)। জানা গেছে, মঙ্গলবার ভোরে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের সদস্যরা ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামিদের পৌর এলাকা থেকে গ্রেপ্তার করে। আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কার্যক্রম শেষে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে। আসামি নাইমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা রয়েছে। এ ছাড়া হোসাইনের বিরুদ্ধেও হামলার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।  গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Read Entire Article