সিলেটে ছাত্রলীগের দুই নেতা আটক
সিলেটের হবিগঞ্জে ছাত্রলীগের সক্রিয় নেতাকে আটক করেছে পুলিশ। ব্যবসায়ীকে মারধরে অভিযোগে চুনারুঘাট থানা পুলিশ তাদের আটক করে।
আটক দুই নেতা হলেন আল রাজি অনিক ও সাইফুর রাব্বি। তারা চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। শনিবার (৬ জুলাই) রাত ১০টায় পৌরসভার হাজীপুর বিলপাড়ার বাসিন্দা ব্যবসায়ী জামিল আহমেদ সুমনকে মারধরের অভিযোগ তাদেরকে আটক করা হয়।
মারধরের শিকার ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের উপর ছাত্রলীগের হয়ে হামলার অভিযোগও রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় চুনারুঘাট বাজারের রাজ্জাক ট্রেডার্সের সামনে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী সুমনের ওপর ছাত্রলীগ নেতা অনিকের নেতৃত্বে সাইফুর রহমান রাব্বি আরও কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে দুই ছাত্রলীগ নেতা সহ দুর্বৃত্তরা দেশীয় লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম দুই ছাত্রলীগ নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।