সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্যের চালান আটক

3 months ago 36

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যের বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত থেকে এসব পণ্য আটক করে বিজিবি।

সিলেট বিজিবির (৪৮ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সিলেটের তামাবিল সংগ্রাম ও সুনামগঞ্জের দমদমমিয়া এবং সোনালিচেলা সীমান্ত দিয়ে এসব পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করেছিল। বিজিবি সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে। আটক পণ্যের মধ্যে রয়েছে, স্ক্রিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, শনপাপড়ি, বিস্কুট, চকোলেট, গরু এবং পাথর উত্তোলণকাজে ব্যবহৃত একটি বারকী নৌকা। আটক মালামালের বাজার মূল আনুমানিক ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কোটি ৪৩ লাখ ৬৪ হাজার টাকার চোরাই পণ্যের আটক করেছি। এসব পণ্যের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article