সিলেটে দেড় কোটি টাকার সোনা জব্দ
সিলেটে কোনোভাবে থামছে না সোনার চোরাচালান। ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সিলেট বিমানবন্দর দিয়ে সোনা নিয়ে আসে চোরাকারবারিরা। প্রতি মাসেই ৩-৪টি চালান আটক করে শুল্ক গোয়েন্দারা।
বিপুল সোনা আটক করা হলেও অধরা থেকে যায় অপরাধীচক্র। দু-একজন ধরা পড়লেও আইনের ফাঁক দিয়ে বের হয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ে।
এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১১ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এ সোনার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট (বিজি-২৪৮) -এর মধ্যে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো জব্দ করা হয়।
জব্দকৃত ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম। তবে এসময় কাউকে আটক করা হয়নি।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ।
এ বিষয়ে বিকাশ চন্দ্র দেবনাথ জানান, বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস সোনার বার জব্দ করা হয়। জব্দ সোনার পরিমাণ এক কেজি ২৮৩ গ্রাম। উদ্ধার সোনার বর্তমান বাজারমূল্য আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।