সিলেটে প্রজন্ম লীগ নেতাকে গণধোলাই, অতঃপর...

1 month ago 13
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছুরত আলীকে (৪৬) গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে উত্তেজিত জনতা।  রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। আটক ছুরত আলী মৌবন সোবহানীঘাট এলাকার বাসিন্দা ইছমাইল আলীর ছেলে। স্থানীয়রা জানান, রোববার বিকেল ৪টার দিকে নগরীর সুরমা পয়েন্ট এলাকায় প্রজন্ম লীগ নেতা ছুরত আলীকে দেখেই তাকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, সুরমা পয়েন্ট উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে ছুরত আলীকে আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানা ও মোগলাবাজার থানায় একাধিক মামলা রয়েছে।
Read Entire Article