হবিগঞ্জ, ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেট থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে এ সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন।
এদিকে, বন্যার কারণে বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারেনি।
রেলওয়ের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ও সকাল সাড়ে ১০টায় ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়েছে। তবে ট্রেন দুটিকে নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
সিলেট রেলওয়ে স্টেশন সূত্র জানা গেছে, হবিগঞ্জের খোয়াই নদীর পানি বেড়ে রেল সেতুর সমান হওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ফেনীতে রেললাইন পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় রেলসেতুর ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কয়েকটি জায়গায় রেললাইন উপড়ে যাওয়ারও খবর পাওয়া গেছে। এ অবস্থায় সিলেট থেকে রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন বলেন, বন্যা পরিস্থিতি বিবেচনা করে সাময়িক সময়ের জন্য চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
আহমেদ জামিল/জেডএইচ/এএসএম