সিয়ামের নতুন নায়িকা

নতুন বছরের জন্য দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নির্মিত হচ্ছে, বেশকিছু বিগ বাজেটের সিনেমা। যার মধ্যে একটি— পরিচালক মেহেদী হাসানের ‘রাক্ষস’। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে আগেই। এবার জানা গেল এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। চলতি সপ্তাহেই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা। সব ঠিক থাকলে এটি হবে সিয়াম-ইধিকা জুটির প্রথম সিনেমা। কালবেলাকে এমনটাই জানিয়েছে নির্মাতার ঘনিষ্ঠ সূত্র।  এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলোচনায় আসে যে, তারা তামিম রহমান পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে একসঙ্গে কাজ করবেন। তবে সে প্রকল্প আর সামনে এগোয়নি। ফলে ‘রাক্ষস’-ই হবে বড় পর্দায় এ জুটিকে প্রথমবার দেখার সুযোগ। বাংলাদেশি দর্শকের কাছে ইধিকা জনপ্রিয়তা পান শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে শাকিবের বিপরীতে অভিনয় করেন ‘বরবাদ’ ছবিতে। এ ছাড়া তিনি অংশ নিয়েছেন হাসিবুর রেজার পরিচালনায় বাংলাদেশের ‘কবি’ সিনেমায় এবং কলকাতার ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ ছবিতে দেবের বিপরীতে। দুই বাংলাতেই তিনি ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন। অন্যদিকে, সিয়াম আহমেদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংল

সিয়ামের নতুন নায়িকা

নতুন বছরের জন্য দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নির্মিত হচ্ছে, বেশকিছু বিগ বাজেটের সিনেমা। যার মধ্যে একটি— পরিচালক মেহেদী হাসানের ‘রাক্ষস’। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে আগেই। এবার জানা গেল এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। চলতি সপ্তাহেই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা। সব ঠিক থাকলে এটি হবে সিয়াম-ইধিকা জুটির প্রথম সিনেমা। কালবেলাকে এমনটাই জানিয়েছে নির্মাতার ঘনিষ্ঠ সূত্র। 

এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলোচনায় আসে যে, তারা তামিম রহমান পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে একসঙ্গে কাজ করবেন। তবে সে প্রকল্প আর সামনে এগোয়নি। ফলে ‘রাক্ষস’-ই হবে বড় পর্দায় এ জুটিকে প্রথমবার দেখার সুযোগ।

বাংলাদেশি দর্শকের কাছে ইধিকা জনপ্রিয়তা পান শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে শাকিবের বিপরীতে অভিনয় করেন ‘বরবাদ’ ছবিতে। এ ছাড়া তিনি অংশ নিয়েছেন হাসিবুর রেজার পরিচালনায় বাংলাদেশের ‘কবি’ সিনেমায় এবং কলকাতার ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ ছবিতে দেবের বিপরীতে। দুই বাংলাতেই তিনি ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন।

অন্যদিকে, সিয়াম আহমেদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংলি’ দেশজুড়ে ভালো সাড়া পায়। শবনম বুবলীর সঙ্গে তার জুটি দর্শকের প্রশংসা কুড়ায়। ‘পোড়ামন ২’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর থেকে তিনি বাণিজ্যিক ও কনটেন্টধর্মী উভয় ধারার ছবিতে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানায়, চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’-এর শুটিং। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় কয়েকটি অ্যাকশন ও গল্প-নির্ভর দৃশ্য ধারণ হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা রয়েছে ছবিটিতে।
পরিচালক মেহেদী হাসান আপাতত ছবিটি নিয়ে মুখ খুলতে চাননি, সিয়ামও মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। তবে সূত্র বলছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই ক্যামেরা রোলিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাক্ষস’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow