চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) বিভিন্ন সময় উপজেলার বাড়বকুণ্ড, সোনাইছড়ি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।
বারো আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ও কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি পৃথক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড এলাকায় বিকেল সাড়ে ৫টার দিকে একটি ধান মাড়াইয়ের মেশিন নেত্রকোনার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকামুখী যাচ্ছিল। ধান মাড়াই মেশিনে চালকসহ চারজন শ্রমিক ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক ওই মেশিনটিকে ধাক্কা দেয়। এতে মেশিনটি দুমড়েমুছড়ে যায় এবং ধান মাড়াই মেশিনে থাকা দুজন শ্রমিক ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
নিহতারা হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সাইদুর রহমানের ছেলে মো. খোকন (৩০) ও নেত্রকোনা সদরের মোহাম্মদ রানা (৩৫)।
অপরদিকে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞতা গাড়ির ধাক্কায় তাইজুদ্দিন নামের এক শ্রমিক নিহত হয়েছে। তিনি ভোলা জেলার বাসিন্দা।
সোনাইছড়ি এলাকায় নিহতের ব্যাপারে বারো আউলিয়া হাইওয়ে থানার আব্দুল মুমিন বলেন, সকাল সাড়ে ১১টার দিকে তাইজুদ্দিন নামের এক লোক সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কায় নিহত হয়েছেন। পরিবারের আবেদন বিনা ময়নাতদন্তে মরদেহটি তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
অপরদিকে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, নেত্রকোনার উদ্দেশ্যে একটি ধান মাড়াইয়ের মেশিন মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধান মেশিনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।