সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

2 months ago 7

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে চট্টগ্রামমুখী মূল রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৩ জুন) বেলা ১১টায় কুমিরা রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

‎কুমিরা স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও চট্টগ্রামমুখী মূল রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকামুখী রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল করছে। ফলে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

‎কুমিরা স্টেশন মাস্টার আশরাফুল হক বলেন, লাইনচ্যুত হাওয়া বগির উদ্ধারে কাজ চলছে। বর্তমানে ঢাকামুখী মূল রেললাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল করছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এএসএম

Read Entire Article