সীতাকুণ্ডে যানজটে আটকে থাকা মাইক্রোবাসের গ্লাস ভেঙে ডাকাতি

4 months ago 66

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যানজটে আটকে থাকা মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাত ১১টার দিকে মহাসড়কের শুকলাল হাট এস কে এম এলাকায় ডাকাত দল গাড়িতে হানা দিয়ে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল, টাকা পয়সা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

জানা যায়, উন্নয়ন সংগঠন ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ ও ফিল্ড ট্রেইনার নুরুননাহার ডাকাতির শিকার হন। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও ইউনিসেফ বাংলাদেশ থেকে প্রশিক্ষণ শেষে মাইক্রোবাসে চট্টগ্রাম ফিরছিলেন তারা।

শহীদুল ইসলাম সাজ্জাদ বলেন, শুকলাল হাটের কাছে এলে যানজটে অপেক্ষমাণ অবস্থায় ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ির ওপর হামলা করে। তারা গাড়ির বামপাশের তিনটি গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকার মানিব্যাগ, তিনটি মোবাইল ফোন ও স্বর্ণের রিং ছিনিয়ে নেয়।

গাড়ি চালক মো. একরাম হোসেন বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। কোনো সড়কবাতি ছিল না। একপর্যায়ে আমরা শুকলাল হাট এস কে এম জুট মিল এলাকায় গিয়ে জ্যামে পড়ি। এই সময় ওই এলাকার একটি গলির ভেতর থেকে ৭-৮ জনের অস্ত্রধারী ডাকাত দল গলি থেকে বের হয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। তারপর প্রথমে আমার মোবাইল ও যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ নগদ টাকা, একটি স্বর্ণের রিং, এক নারী থেকে স্বর্ণালংকার নিয়ে চলে যায়। ডাকাতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি মুখোশ পরা ছিল। আর বাকি ডাকাতগুলোর মুখে মুখোশ ছিল না।

তিনি আরও বলেন, আমার সামনের এক গাড়ি ভাঙচুর করে লুটপাট করে ডাকাত দল। এই ঘটনার পর খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তবে ডাকাত দলের হাতে ধারালো অস্ত্র থাকলেও কাউকে আঘাত করেনি তারা।

এদিকে একই দিন রাত দেড়টার দিকে সীতাকুণ্ড ২ নম্বর ওয়ার্ডের শেখপাড়া পল্লী বিদ্যুৎ এলাকায় ৮-৯ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক গলিতে মহড়া চালায় ও বাড়িতে প্রবেশের চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে এসময় ডাকাত দল গলি থেকে পালিয়ে শেখপাড়া পানি ছরা দিয়ে চলে যায়। তাদের পরনে হাফপ্যান্ট ছাড়া গায়ে কোনো কাপড় ছিল না।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, বৃষ্টি হওয়ার কারণে সড়কে যানজট দেখা দেয়। এ সুযোগে কিছু ছিনতাইকারী একটি নোহা গাড়িতে হামলা চালিয়ে মোবাইল ফোন নিয়ে যায়। ভুক্তভোগীরা থানায় কোনো অভিযোগ করেননি। তারপরেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মহাসড়ক নিরাপদ রাখতে ও ছিনতাই রোধে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

এম মাঈন উদ্দিন/এমএন/এমএস

Read Entire Article