সীমান্তহত্যা শূন্যে নামাতে বিজিবির প্রস্তাবে সাড়া দিলো বিএসএফ

2 hours ago 3

সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের বিপরীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে এই বৈঠক হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিজিবি প্রতিনিধি দল দর্শনা আইসিপি দিয়ে ভারতের কৃষ্ণনগর বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে পৌঁছায়। সেখানে দুপুর ১২টা থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত চলে বৈঠক।

বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে উপহার বিনিময় হয়। এরপর সন্ধ্যায় ১১ সদস্যের বিজিবি প্রতিনিধি দল বাংলাদেশে ফেরে।

বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।

jagonews24

কর্নেল মারুফুল আবেদীন এক ব্রিফিংয়ে বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। আমাদের পক্ষ থেকে সীমান্তে হতাহতের ঘটনা শূন্যের কোঠায় নামানোর দাবি ছিল। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি করি। এসব আবেদন তারা সবই মেনে নিয়েছে।

এছাড়া বৈঠকে দুই দেশের সীমান্তে চলমান সমস্যা, মাদক চোরাচালান, নারী ও শিশুপাচার রোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমেদ, কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা।

অপরদিকে বিএসএফের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কোম্পানি কমান্ডার ভিতাশী ও কোম্পানি কমান্ডার ভিড পালসহ সংশ্লিষ্টরা।

হুসাইন মালিক/জেডএইচ/জেআইএম

Read Entire Article