সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে জনতার হাতে বিএসএফ সদস্য আটক

3 months ago 45

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (০৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর-টেক সীমান্তে জোহরপুর-টেক সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে হেফাজতে নেয়।

পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ওই বিএসএফ সদস্য জোহরপুর বিওপি ফাঁড়ির বিজিবির হেফাজতে রয়েছে।

বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন। 

নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, সীমান্তের শূন্য রেখায় ছাগল তাড়াতে গিয়ে সময় এক বিএসএফ সদস্য বাংলাদেশে  ঢুকে পড়েন। পরে তাকে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, সকাল ৮টার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডে চলে আসেন। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে ফেলেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক মানুষ জড়ো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে জনরোষ থেকে বাঁচাতে ওই বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়। তবে তাৎক্ষনিকভাবে ওই বিএসএফ সদস্যের নাম প্রকাশ করা হয়নি।

বিজিবি অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু বলেন, আইনানুগভাবে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

Read Entire Article