সীমান্তে আটক বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় পুলিশ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে উপজেলার মেদিনীপুর সীমান্তের ওপর পাশ ভারতীর পুটিখালী থেকে তাকে আটক করা হয়। এ সময় বাকি বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যায়।
আটক মো. সজিব (২০) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন-চার যুবক ফেনসিডিল আনার জন্য শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশিসহ ভারতীয় তিন যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনার পর আমরা বিএসএফের সাথে যোগাযোগ করি।
তিনি আরও জানান, ভারতীয় বিএসএফ কমান্ডার আমাদের জানিয়েছে ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি ৪ ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় তাদের সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের ৩ নাগরিক তাদের হাতে আটক হন। সজিবকে পুলিশ আটক করে নিয়ে গেছে। এতে বিএসএফের কিছু করার নেই। আর পালিয়ে যাওয়া বাকি তিনজনের বিষয়ে বিএসএফ জানিয়েছে, আমরা সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছি।