সীমান্তে জালনোটসহ গ্রেপ্তার ১
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমবাগান সীমান্ত এলাকা থেকে জালনোটসহ মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ২১টি এক হাজার টাকার জালনোট পাওয়া যায়।
গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে জালটাকা পাচারের তথ্য পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হলেও তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশ মেহেদীর শরীর তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জালনোট উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, মেহেদীর কাছ থেকে ২১টি জালনোট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত নোটগুলো একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবে দেখে জাল শনাক্ত করা কঠিন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (৯ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, শেরপুরে শাহিনা বেগম নামের এক নারী পোস্ট অফিসের মাধ্যমে জালটাকা পায়। এরপর গণমাধ্যমে খবর প্রকাশিত হলে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

3 hours ago
4








English (US) ·