চুরি করতে গিয়ে ২৫ সেকেন্ডে ২০ চড় খেলেন নারী

6 hours ago 5

স্বর্ণের দোকানে ক্রেতা সেজে মুখ ঢেকে ঢোকেন এক নারী। দোকানে দাঁড়িয়ে বিক্রেতার সঙ্গে কথা বলছিলেন তিনি; কিন্তু আচমকা বদলে যায় পরিস্থিতি।

হঠাৎ ওই নারী দোকানির মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। কিন্তু সেই গুঁড়া দোকানির চোখে লাগে না। মুহূর্তে বিপদ বুঝে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। এরপর দ্রুত পাল্টা আঘাত করেন ওই নারীকে। মাত্র ২৫ সেকেন্ডে মারেন ২০টি চড়।

সোমবার (৩ নভেম্বর) ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ঘটনাটি ঘটে। পুরো দৃশ্যটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। খবর এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই দোকানদার কোনো অভিযোগ করতে রাজি হননি। তবু ফুটেজের ভিত্তিতে নারীকে শনাক্ত করার কাজ শুরু হয়েছে।

স্থানীয় থানার পরিদর্শক কেতন ব্যাস বলেন, দোকানি অভিযোগ দায়ের করতে চাচ্ছেন না; কিন্তু আমরা তদন্ত শুরু করেছি।

Read Entire Article