হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গ্রেপ্তার

5 hours ago 5

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৯ নভেম্বর) ভোররাতে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী গ্রাম থেকে রনি মিত্র নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রনি মিত্র ওই গ্রামের রাম মিত্রের ছেলে। তিনি বেলকুচি উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনি মিত্রকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালে বিএনপির মিছিলে হামলা ও গুলি চালিয়ে তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ২০২৫ সালের ৫ জানুয়ারি মামলা দায়ের হয়। গ্রেপ্তার রনি মিত্র ওই মামলার এজাহারনামীয় আসামি। 

রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read Entire Article