চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে বৈঠক শুরু হয়।
সীমান্তের মেইন পিলার ৭৬ -এর নিকট বিজিবির আহ্বানে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তের চলমান নানা সমস্যা নিয়ে আলোচনা হয়।
এতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি এবং বিএসএফের নেতৃত্ব দেন ৩২ বিএসএফ সীমানগর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার।
বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান কালবেলাকে বলেন, চলমান পরিস্থিতিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে। তবে ভারতীয় মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন অপপ্রচার গুজব ছড়ানো হচ্ছে। এর ফলে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ধৈর্য ও দেশপ্রেম নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিএসএফের বিভিন্ন তৎপরতার কথা কানে আসায় এ বৈঠকের আহ্বান করা হয়। সীমান্ত অপরাধ, সীমান্ত হত্যা, সব ধরনের চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ইত্যাদি বিষয়ে উভয় পক্ষে আলোচনা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী, দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার জামাল হোসেন।