সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় পণ্য জব্দ

5 days ago 10

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, একটি মোটরসাইকেল, ৬ বোতল ভারতীয় মদসহ প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মশাখরা, ঘোনা, মাদরা, হিজলদী, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় পদ্মশাখরা বিওপির একটি দল সাতক্ষীরা সদর থানার হাড়দ্দা এলাকায় ইছামতি নদীর পাড় থেকে ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। একই দিনে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আরেকটি দল কলারোয়া থানার ঝাউডাঙ্গা পাকা রাস্তা এলাকা থেকে একটি মোটরসাইকেল ও ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এ ছাড়া, বাঁকাল চেকপোস্ট, পদ্মশাখরা, হিজলদী, মাদরা ও ঘোনা বিওপির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, ওষুধ ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। চোরাচালানকারীরা শুল্ক ফাঁকি দিয়ে পণ্য এনে দেশের রাজস্ব ক্ষতি করছে এবং দেশীয় শিল্পের ক্ষতিসাধন করছে।

জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, ‘দেশীয় শিল্প রক্ষা, রাজস্ব আদায় নিশ্চিতকরণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা তৎপর থাকবে।’

Read Entire Article