সীমান্তে ১১ বাংলাদেশিকে বিএসএফের পুশইন

2 weeks ago 13
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন বশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৫১/১-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ এসব বাংলাদেশিকে পুশইন করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুজন পুরুষ, চারজন নারী ও পাঁচটি শিশু। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে। তারা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা মো. তবিবুর রহমান (৩৯), তার স্ত্রী শামীমা খাতুন (২৭) ও তাদের সন্তান আয়ান শেখ (৩); রেশমা খাতুন (৩৪), সুমাইয়া খাতুন (১৫), লামিয়া খাতুন (১০) ও সামিয়া খাতুন (৮); মো. আকতারুল ইসলাম (৩২), তার স্ত্রী আঁখি আক্তার (২৫) এবং তাদের দুই সন্তান তাজিম উদ্দিন (১০) ও আয়াত খাতুন (৫)। এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল কালবেলাকে বলেন, কয়েকজন শিশু থাকায় বিজিবি আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জিডি করে। এরপর মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়েছে।   
Read Entire Article