সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

2 hours ago 5

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় চোরাচালানের সময় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে ও কম্বল জব্দ করেছে বিজিবি। 

রোববার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসব চোরাই পণ্য জব্দ করা হয়। 

দুপুরে বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে রোববার বিজিবির একটি দল চম্পকনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি পিকআপভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। 

তিনি জানান, এ সময় লুকানো অবস্থায় ১৫ হাজার ১৯২ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের শীতের কম্বল এবং একটি মিনি পিকআপ জব্দ করা হয়। যার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। জব্দ মালপত্র কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাদানসহ থানায় মামলার প্রক্রিয়া চলছে। 

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যে কোনো চোরাচালান, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Read Entire Article