সীমান্তে ২৪ ইলেকট্রিক ডিটোনেটর উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে চারাগাঁও সীমান্ত এলাকা থেকে বিস্ফোরকে ব্যবহৃত ২৪টি ইলেকট্রিক ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, উদ্ধার হওয়া ডিটোনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রস্তুত করা সম্ভব। গোপন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার চারাগাঁও সীমান্তের মাইজহাটি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এ দ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলকে নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে যে কোনো ধরনের অস্ত্র, মাদকদ্রব্য, চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত টহলসহ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া বিস্ফোরকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।

সীমান্তে ২৪ ইলেকট্রিক ডিটোনেটর উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে চারাগাঁও সীমান্ত এলাকা থেকে বিস্ফোরকে ব্যবহৃত ২৪টি ইলেকট্রিক ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, উদ্ধার হওয়া ডিটোনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রস্তুত করা সম্ভব।

গোপন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার চারাগাঁও সীমান্তের মাইজহাটি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এ দ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলকে নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে যে কোনো ধরনের অস্ত্র, মাদকদ্রব্য, চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত টহলসহ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া বিস্ফোরকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow