সীমান্তের ধারে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

3 weeks ago 24
জয়পুরহাটের পাঁচবিবির তাজপুর সীমান্ত এলাকা থেকে শ্যাম চরন পাহান (৬৩) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালের দিকে ভারত সীমান্তের কাঁটাতার থেকে প্রায় ২০০ গজ পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শ্যাম চরন পাহান উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের ছেলে। পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে সীমান্তবর্তী তাজপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যায়। এ সময় একজন কৃষক সীমান্তের ধারে আলু ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তখন আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন, পাশের গ্রামের মানসিক ভারসাম্যহীন শ্যাম চরনের লাশ পড়ে আছে। তখন তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত শ্যাম চরন পাহানের ছেলে প্রনব পাহান বলেন, আমার বাবা প্রায় দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে বাড়িতেই থাকেন। দিনে বাইরে যেন না যায় সেজন্য মাঝেমধ্যে পায়ে শিকল দিয়েও বেঁধে রাখি। সোমবার রাতে পায়ের শিকল খুলে দিয়ে বাবাকে ঘরে শুইয়ে দিয়ে আমরাও ঘুমিয়ে পড়ি। এরপর গভীর রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে দেখি বাবা ঘরে নেই। তখন পরিবারের সবাই রাতেই এলাকার বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার বাবার মরদেহ সীমান্তের পাশে একটি আলু ক্ষেতে পড়ে আছে। কড়িয়া বিওপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ শাহ আলম বলেন, ভারত সীমান্তের কাটা তার থেকে প্রায় ২০০ গজ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে আলু ক্ষেতে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা সেখানে যাই। স্থানীয় ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি তিনি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। পাঁচবিবি থানার ওসি মো. কাওসার আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Read Entire Article