সুখবর পেলেন মহিলা দলের নেত্রী পাপিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক সহ-সভানেত্রী এবং ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে পাপিয়াকে জাতীয়তাবাদী মহিলা দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এখন থেকে সংগঠনের নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে তাসলিমা জেসমিন পাপিয়া কার্যকর ভূমিকা রাখবেন বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়। এ আদেশ ২৬ নভেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাসলিমা জেসমিন পাপিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেনের স্ত্রী। ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি মহিলা ভ

সুখবর পেলেন মহিলা দলের নেত্রী পাপিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক সহ-সভানেত্রী এবং ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে পাপিয়াকে জাতীয়তাবাদী মহিলা দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এখন থেকে সংগঠনের নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে তাসলিমা জেসমিন পাপিয়া কার্যকর ভূমিকা রাখবেন বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়। এ আদেশ ২৬ নভেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তাসলিমা জেসমিন পাপিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেনের স্ত্রী। ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন। সে সময়ে তাকে মহিলা দলের পদ থেকে বহিষ্কার করে সংগঠনটি। ওই নির্বাচনে পাপিয়া প্রজাপতি প্রতীকে মোট ৪৭ হাজার ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীনা সুলতানা শিল্পী সেলাই মেশিন প্রতীকে পেয়েছিলেন ২৯ হাজার ৮৩৩ ভোট। 

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তাসলিমা জেসমিন পাপিয়া টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী ওবায়দুল হক নাসিরকে ধন্যবাদ জানিয়ে কালবেলাকে বলেন, উপজেলা বিএনপি এবং মহিলা দলের কার্যক্রম গতিশীল করতে এখন তিনি কার্যকরী ভূমিকা রাখবেন এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে নিরলস সাংগঠনিক কর্মকাণ্ড চালাবেন।

এদিকে পাপিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উপজেলা বিএনপি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow