সুদানে ভূমিধসে দুই শতাধিক শিশুর মৃত্যু

5 hours ago 7
সুদানের পশ্চিম দারফুরের মারাহ পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে দুই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংস্থাটি জানিয়েছে, ৩১ আগস্টের এ দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে। অনেক মানুষ কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তরও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছে। তবে দুর্গম এলাকার কারণে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা সম্ভব হয়নি। মারাহ পর্বতমালা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উঁচু একটি আগ্নেয়গিরি-সদৃশ এলাকা, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এ অঞ্চল আশপাশের সমভূমির তুলনায় শীতল ও বৃষ্টিপ্রবণ। ভূমিধসটি ঘটল এমন সময়ে যখন সুদান গৃহযুদ্ধে বিপর্যস্ত। ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এ সংঘাত সারা দেশে ছড়িয়ে পড়েছে। যুদ্ধকালে লাখো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন, দুর্ভিক্ষ ও কলেরা মহামারিতে ভুগছেন, আর দারফুর অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সূত্র : শাফাক নিউজ  
Read Entire Article