সুনসান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

2 months ago 8

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই কোলাহল, গাড়ির হর্ন। মানুষের আনাগোনাও তেমন চোখে পড়েনি। সুনসান নীরব যেন এক অচেনা মহাসড়ক। শনিবার (৭ মে) ভোর থেকে এমন দৃশ্য দেখা গেছে দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এ মহাসড়কে।

মহাসড়কের মিরসরাই উপজেলার ধুমঘাট থেকে সীতাকুণ্ডের সিটি গেট পর্যন্ত কোনো গাড়ি চলাচল করছে না। মাঝে মধ্যে দুএকটি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

সিএনজিচালিত অটোরিকশাচালক ছোটন চন্দ্র নাথ বলেন, ‘অনেকদিন পর অন্যরকম মহাসড়ক দেখতেছি। অথচ এ সড়কে মিনিটে শত গাড়ি আসা-যাওয়া করে। ঈদের কারণে গাড়ি চলাচল করছে না। সন্ধ্যার পর থেকে গাড়ি চলাচল বাড়তে পারে।’

সুনসান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমলদহ এলাকার বাসিন্দা আরিফ হোসেন বলেন, ‘গাড়ি চলাচল না করার কারণে মহাসড়ক যেন পর্যটন স্পট। সড়কের বিভাজক ও দুইপাশে বিভিন্ন ফুল ও ওষুধি গাছের কারণে দেখতে অপরূপ লাগছে। নীরব সড়ক যেন একটু টুকরো পর্যটন স্পট।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঈদের দিন হওয়ায় সড়কে গাড়ি চলাচল কম। দুপুরের পর থেকে গাড়ি বাড়তে পারে। তারপরও সড়কের কয়েকটি অংশে পুলিশ দায়িত্ব পালন করছে।’

এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএস

Read Entire Article