সুনামগঞ্চে নদীতে বালু উত্তোলনে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

15 hours ago 7
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে বালু উত্তোলনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি বাজারে এই ঘটনা ঘটে। মারামারির ঘটনায় বিন্নাকুলি বাজারে ৭টি মোটরসাইকেল ও ৩টি দোকানঘর ভাঙচুর করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের ছোবান মিয়া ও লামাশ্রম গ্রামের মাইন উদ্দিনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মাইন উদ্দিনের পক্ষের আহতরা হলেন- লামাশ্রম গ্রামের মাইন উদ্দিন (৪০), কাজলবানু (৫০), ফাতেমা বেগম (৩৫), কবিতা বেগম (৪০), ফরিদা বেগম (২২)। অপর দিকে মোদেরগাঁও গ্রামের আহতরা হলেন- মাসুদ মিয়া (৪২), ফয়সল আহমদ (৪৪), শুকুর আলী (৪২), জাকির মিয়া (২৭) ও মনির মিয়া (৩০)। মোদেরগাঁও গ্রামের আহতরা সবাই সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লামাশ্রম গ্রামের মিলন মিয়া জানান, লামাশ্রম গ্রামের মাইন উদ্দিন পক্ষের আহত ৫ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, বিন্নাকুলি বাজারে দুইপক্ষের মারামারির ঘটনা শুনেছি। আমি অসুস্থ, সুনামগঞ্জ শহরের বাসায় রয়েছি। এলাকাতে এসে উভয় পক্ষকে ডেকে ঘটনাটি মিমাংসার উদ্যোগ নিবেন বলে জানান। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read Entire Article