সুনামগঞ্জে বুধবার (২০ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছে সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মানববন্ধনে এই কর্মবিরতির ঘোষণা দেন মালিক শ্রমিক পরিবহনের নেতারা।
তারা জানান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে পাঁচ মাস আগে একটি এসি বাস কেনা হয়। শ্রমিকদের বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধা প্রয়োগ করে বাস মালিক সমিতি। ফলে অনেক চেষ্টা ও দীর্ঘদিন ধরে সমিতির সংশ্লিষ্টদের কাছে ধর্না দিয়ে বাস চলাচলে অনুমতি না পাওয়ায় বুধবার থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলার ছয়টি পরিবহন সংগঠন।
এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।
লিপসন আহমেদ/জেডএইচ/এমএস