সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

2 months ago 57

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবদল নেতা নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) সকালে উপজেলার জামলাবাজ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৩৫) স্থানীয় ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের জামলাবাজ গ্রামে চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। তারই জের ধরে রোববার সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাবজান বানুর সঙ্গে বাগবিতণ্ডা হয় তাজ উদ্দিনের পরিবারের। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলাম নামে একজন ঘটনাস্থলেই নিহত হন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। তবে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

লিপসন আহমেদ/এফএ/এমএস

Read Entire Article