সুন্দর সময় বোধ হয় দ্রুতই ফুরিয়ে যায়
খাবারের জন্য লাইনে দাঁড়ানোর কথা বেশ মনে পড়ে। প্রথম রাতে যখন লাইনে দাঁড়াই তখন শরীর বেশ ক্লান্ত। দীর্ঘ সারি দেখে আরও বেশি ক্লান্ত লাগছিল। এ সময় ভৈরব বন্ধুসভার কয়েকজন বন্ধু এমপি-থ্রি প্লেয়ারে গান ছেড়ে গাইতে শুরু করল। অন্যরাও ব্যাপক উৎসাহে কণ্ঠ মিলায়। নিমেষেই ক্লান্তি দূর হয়ে গেল আমাদের। কেউ খাবারের জন্য হুড়োহুড়ি, বিশৃঙ্খলা করেনি। বন্ধুসভার বন্ধু ছাড়া এই শৃঙ্খলা রক্ষার ব্যাপারটা এর আগে খুব একটা চোখে পড়েনি।
খাবারের জন্য লাইনে দাঁড়ানোর কথা বেশ মনে পড়ে। প্রথম রাতে যখন লাইনে দাঁড়াই তখন শরীর বেশ ক্লান্ত। দীর্ঘ সারি দেখে আরও বেশি ক্লান্ত লাগছিল। এ সময় ভৈরব বন্ধুসভার কয়েকজন বন্ধু এমপি-থ্রি প্লেয়ারে গান ছেড়ে গাইতে শুরু করল। অন্যরাও ব্যাপক উৎসাহে কণ্ঠ মিলায়। নিমেষেই ক্লান্তি দূর হয়ে গেল আমাদের। কেউ খাবারের জন্য হুড়োহুড়ি, বিশৃঙ্খলা করেনি। বন্ধুসভার বন্ধু ছাড়া এই শৃঙ্খলা রক্ষার ব্যাপারটা এর আগে খুব একটা চোখে পড়েনি।