পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ক্যাম্পসংলগ্ন এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ। আগুন নিয়ন্ত্রণে আনতে আগুন লাগার চারপাশে কাটা হয়েছে ফায়ার লাইন। সেই সঙ্গে চলছে ফায়ার সার্ভিসের লাইন স্থাপনের কাজও।
লোকালয় থেকে দূরে ও দুর্গম বন এলাকা হওয়াতে সহসাই সেখানে পৌঁছাতে পারছেন অগ্নি নির্বাপণের লোকজন। যেতে পারছেনা গ্রামবাসীও। তার মধ্যে রাত হওয়া যাওয়ায় কাজে বাধার... বিস্তারিত