বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সাগরপাড়ের দুবলার চরে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহাসিক রাস উৎসব।
বঙ্গোপসাগর-তীরবর্তী এ জেলেপল্লির আলোরকোলে দুই শতাব্দীরও বেশি সময় ধরে সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছেন এই ধর্মীয় উৎসব। রাস পূর্ণিমার তিথিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ভক্তরা এখানে এসে রাধা-কৃষ্ণের অস্থায়ী মন্দিরে পূজা অর্চনা, মানতের ভোগ উৎসর্গ এবং সাগরের লোনা জলে পাপ মোচনের প্রার্থনা করেন।
তিথি অনুযায়ী রোববার (০২ নভেম্বর) রাতে শুরু হচ্ছে এ রাস উৎসব।
তবে পূর্ব সুন্দরবনের শরণখোলা, চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে পুণ্যার্থীদের জন্য পাস (অনুমতিপত্র) দেওয়া শুরু হবে সোমবার সকাল ৮টা থেকে। সন্ধ্যার পর আলোরকোলে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা, যা আগামী ৫ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
বন বিভাগ জানিয়েছে, এ বছর রাস উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই এ উৎসবে অংশ নিতে পারবেন, কোনো পর্যটক বা মুসলিম ধর্মাবলম্বীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ জন্য গত ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত জেলে, পর্যটক ও সাধারণ দর্শনার্থীদের জন্য পাস দেওয়া বন্ধ রাখা হয়েছে। বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার রোধ ও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উৎসবমুখর এই আয়োজনকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়েছে পাঁচটি নৌপথ। নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড, বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বনের প্রবেশপথ ও অভ্যন্তরীণ রুটে মোতায়েন রয়েছেন।
দুবলার চরের রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, বন বিভাগের অনুমতি নিয়ে আলোরকোলে রাধা-কৃষ্ণের অস্থায়ী মন্দির স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্তরা পূজা অর্চনায় অংশ নিচ্ছেন। ৫ নভেম্বর ভোরে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী কালবেলাকে বলেন, এ বছর রাস উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কোনো পর্যটক বা মুসলিম ধর্মাবলম্বী সেখানে যেতে পারবেন না। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন।

12 hours ago
7









English (US) ·