সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ কমেছে ২ কোটি টাকা

3 months ago 67

আগামী অর্থবছরে (২০২৫-২৬) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

গত অর্থবছরের (২০২৪-২৫) সংশোধিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ছিল ২৫২ কোটি টাকা। সে হিসাবে বরাদ্দ কমেছে দুই কোটি টাকা।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সেখানে তিনি এ তথ্য জানান।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পেলো।

এফএইচ/বিএ/এমএস

Read Entire Article