সুবর্ণচরে সাগরিকার সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

2 months ago 12

নোয়াখালীর সুবর্ণচরে অনুষ্ঠিত হলো সফল খামারি ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। বেসরকারি উন্নয়ন সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সংস্থার প্রধান কার্যালয়ে এ আয়োজন করে।

২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতে উদ্ভাবনী ও টেকসই উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংস্থার সমন্বিত কৃষি ইউনিটের তত্ত্বাবধানে নির্বাচিত উদ্যোক্তাদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগরিকার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর জুলফিকার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক নুর হাসান সজীব, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা মো. ফখরুল ইসলাম ও আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম এবং সাগরিকার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক।

আলোচনায় বক্তারা বলেন, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার এবং সফল উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে যেসব খামারি ও উদ্যোক্তা স্থানীয় কৃষি ও মৎস্য খাতে অবদান রাখছেন, তাদের স্বীকৃতি প্রদান ভবিষ্যতে আরও উদ্যোক্তাকে উৎসাহিত করবে। এটি টেকসই উন্নয়নের পথকে সুগম করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠান শেষে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য—এই তিন খাতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মোট ছয়জন উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
 

Read Entire Article