সুযোগ পেলে জাতীয় খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করা সম্ভব : তামিম

3 months ago 35
চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদদের সুযোগ দেওয়া হলে তাদের সহযোগিতায় দেশের জাতীয় খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।  শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি। এসময় তামিম ইকবাল বলেছেন, কেউ যদি অভিযোগ করেন, অমুকের কারণে জাতীয় দলের খেলতে পারেনি, তবে আমি সেটা বিশ্বাস করি না। একজন স্পোর্টসম্যানের কথা হবে- নিশ্চয়ই আমার মধ্যে কোনো দুর্বলতা ছিল, তাই আমি জাতীয় দলে যেতে পারিনি। সুতরাং আমাদের আগে মেনে নিতে হবে- আমাদের কী ভুল ছিল। আমরা কোনো জায়গায় ভালো করতে পারি, যেভাবে আমরা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারি। যেদিন ওই জিনিসগুলো আমরা পারবো ইনশাল্লাহ দেখবেন যে- ঠিক আজ থেকে ১৫-২০ বছর আগে বাংলাদেশের অনেক স্পোর্টসে অনেকেই চট্টগ্রাম থেকে রিপ্রেজেন্ট করত, আমরা সেই দিনগুলো আবার ফিরে পাব। চট্টগ্রামের তরুণ রাজনৈতিকদের খেলাধুলায় যুক্ত করার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, আমার সঙ্গে খেলাধুলা নিয়ে ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের সঙ্গে কথা হয়। স্পোর্টসকে কীভাবে আমরা আবার আগের জায়গায় ফেরত দিতে পারি সে বিষয়ে আলোচনা হয় ইসরাফিল খসরু এবং হুম্মাম কাদের ভাইয়ের সঙ্গেও। আমি শতভাগ নিশ্চিত তারা যখন সুযোগ পাবেন, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চট্টগ্রামের সিগনেচার সব জায়গায় রাখবেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ যেই ধরনের খেলাধুলাই হোক না কেন সেটাকে তারা প্রমোট করবে সঠিক নিয়মে। এভাবেই চট্টগ্রাম থেকে আমরা আবার আগের দিনে ফেরত যাব।
Read Entire Article