সুরভির সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

6 hours ago 4
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুরভির সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে এক চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। শুরুতে সুরভির নির্বাহী পরিচালক মো. আবু তাহের শিক্ষার্থীদের নিয়ে সংস্থাটির কার্যালয়ে অস্থায়ী শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু প্রধান অতিথির বক্তব্যে মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করবে। সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান ‘সুরভি’। ১৯৭৯ সালের পহেলা ফেব্রুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানু এটি প্রতিষ্ঠা করেন। ইকবাল মান্দ বানু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের মা।
Read Entire Article