প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনায় যত বাধা আসুক না কেন সেটি হাসিমুখে মোকাবিলা করা হবে।’
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। আমাদের লক্ষ্য, নির্বাচন যেন নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর হয়। পথে যত চ্যালেঞ্জই আসুক, আমরা হাসিমুখে তা সামাল দেব।
এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছি। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেটি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক, জিওসি, জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ছয় জেলার পুলিশ সুপার প্রমুখ উপস্থিত ছিলেন।
শাওন খান/আরএইচ/জেআইএম