‘সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে’

1 day ago 5

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো এমন কিছু দোসর রয়েছে যারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় রয়েছে। এ জন্য আমরা কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি। কমিশন আমাদের আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আরপিও এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনার পাশাপাশি ভোটাধিকার বিষয়েও আলোচনা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের সামগ্রিক বিষয়ে আমরা কথা বলেছি। তবে সীমানা পুনর্নির্ধারণে নির্দিষ্ট কোনো আসন নিয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য থাকতে পারে উল্লেখ করে রিজভী বলেন, আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন সময়ে তুলে ধরেছি। আমরা আশা করি, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের ওপর হামলার বিষয়ে রিজভী বলেন, নূর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার ওপর হামলাটি নিন্দনীয়। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নিবন্ধন প্রসঙ্গে রিজভীর মতামত জানতে চাইলে তিনি বলেন, কে নিবন্ধন পাবেন, তা সম্পূর্ণভাবে কমিশনের ওপর নির্ভর করে। বিএনপি আশা করে, নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে।

Read Entire Article