সুস্থ থাকতে যেসব খাবার রাখবেন রোজকার ডায়েটে

5 hours ago 3
রোজকার খাবারেই লুকিয়ে আছে সুস্থ থাকার চাবিকাঠি। শরীর ঠিক রাখতে শুধু ব্যায়াম বা ওষুধ নয়, দরকার পুষ্টিকর খাবারের নিয়মিত চর্চা। অনেকেই মনে করেন স্বাস্থ্যকর খাবার মানেই বিস্বাদ—কিন্তু বাস্তবতা ভিন্ন। ঠিক খাবার বেছে নিতে পারলেই শরীর ভালো থাকে, মনও চাঙ্গা থাকে। আরও পড়ুন : ভিটামিন সির অভাবে শরীরে দেখা দেবে যে তিন সমস্যা আরও পড়ুন : ইলেকট্রোলাইট ড্রিংকস কারা খাবেন, কারা খাবেন না পুষ্টিবিদরা বলছেন, আমাদের খাদ্যতালিকায় কিছু সহজলভ্য কিন্তু উপকারী খাবার রাখলেই মিলতে পারে দীর্ঘমেয়াদি উপকার। এবার তাহলে জেনে নেওয়া যাক, কোন কোন খাবার আপনাকে নতুন বছরে রাখতে পারে আরও সুস্থ ও প্রাণবন্ত। পার্পল স্টিকি রাইস (কালো চাল) - সাধারণ চালের তুলনায় ৬ গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট - প্রদাহ কমায়, কোষ রক্ষা করে - কম কীটনাশক প্রয়োগে নিরাপদ বিকল্প ফ্রোজেন ফল ও শাকসবজি - সারা বছর সহজলভ্য - অনেক সময় তাজা খাবারের চেয়েও বেশি পুষ্টি - স্মুদি, রান্না বা বেকিং—সবখানেই ব্যবহারযোগ্য টেম্পে (Tempeh) - উদ্ভিদ-ভিত্তিক পূর্ণাঙ্গ প্রোটিন - সব অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ - ম্যারিনেট করে এয়ার ফ্রাই করলে মচমচে ও সুস্বাদু দই ও কেফির - গাট হেলথ উন্নত করে - প্রোবায়োটিক সমৃদ্ধ ওটস, স্মুদি ও বেকিংয়ে ব্যবহার উপযোগী কটেজ চিজ - উচ্চ প্রোটিন ও ক্যালসিয়াম - ওজন নিয়ন্ত্রণ ও পেশি গঠনে সহায়ক - স্মুদি, ওমলেট, স্যুপে ব্যবহার করা যায় মাশরুম - মাংসের বিকল্প হিসেবে জনপ্রিয় - ইমিউন সিস্টেম উন্নত করে আখরোট - উদ্ভিদ-ভিত্তিক ওমেগা-৩ (ALA) সমৃদ্ধ - হৃদযন্ত্র ভালো রাখে ও শক্তি জোগায় - সালাদ, স্ন্যাকস বা রান্নায় মিক্স করে খাওয়া যায় বিন ও মসুর ডাল - উচ্চ ফাইবার ও আয়রনের উৎস - প্রোটিনের চাহিদা পূরণ করে স্যুপ, স্ট্যু, ভুনা—সব ধরনের রেসিপিতে ব্যবহারযোগ্য আরও পড়ুন : বয়স ৩০ পেরোলেই নারীদের যেসব টেস্ট করানো দরকার আরও পড়ুন : ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিন শরীর ও মনের যত্ন নিতে চাইলে খাবারে আনা উচিত সচেতনতা। এসব খাবার শুধু পুষ্টিগুণে ভরপুর নয়; বরং দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ এবং এনার্জি লেভেল ধরে রাখতে সহায়ক। তবে ব্যক্তিগত শারীরিক অবস্থার ভিত্তিতে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খাদ্য তালিকা সাজানোই সবচেয়ে ভালো।  সূত্র: ইটিং ওয়েল   
Read Entire Article