সূর্যশক্তির ওঠানামায় পৃথিবীতে নতুন প্রাণের দ্রুত উদ্ভব

এক নতুন গবেষণায় দেখা গেছে, পৃথিবীর কক্ষপথে সময়ের সঙ্গে সূক্ষ্ম পরিবর্তনের ফলে সূর্যালোকের পরিমাণে নিয়মিত ওঠা-নেমা হয়েছে। গবেষকরা বলছেন, প্রায় ৫০০ মিলিয়ন বছর আগে ঘটে যাওয়া Cambrian explosion — অর্থাৎ জীবজগতে আকস্মিক বিবর্তনগত উত্থান — এর পেছনে এই সূর্যালোক-পরিবর্তনের ভূমিকা থাকতে পারে।  তৎকালীন সময়ে, ওই কক্ষপথ-পরিবর্তনগুলো প্রতি ২-৩ মিলিয়ন বছরে একবার হয়, এবং এর ফলে গ্রহকে পড়া সূর্যালোকের পরিমাণ, জলবায়ু, ভূমির আবহাওয়া সবই বদলে গিয়েছিল।  বিবর্তনশীল জলবায়ু ও আবহাওয়া ভূমি ভেঙে, উচ্চ অক্ষাংশে ভূ-পৃষ্ঠের ক্ষয় (weathering) বাড়িয়ে দেয় — যার ফলে সমুদ্র ও জলে পুষ্টি উপাদানের ভারসাম্য পরিবর্তন হয়। এতে পানিতে সালোকসংশ্লেষণ (photosynthesis) ও অক্সিজেন উৎপাদন বেড়ে যায়, এবং একগুচ্ছ নতুন ও জটিল জীব গঠনের সুযোগ তৈরি হয়।  গবেষণায় Climate এবং Biogeochemical মডেল ব্যবহার করে দেখা গেছে, সূর্যালোকের চক্রবৃদ্ধি এবং পরিবেশগত পরিবর্তনের সঙ্গে প্রাচীন অক্সিজেন স্তরের ওঠানামা সেই সময়কার প্রাণবিকাশে গুরুত্বপূর্ণ ছিল।  তবে — সব সময় এমন অস্বাভাবিক বিবর্তন ঘটে না। ওই সময় বিশেষ কিছু শর্ত একসঙ্গে মিলে যায়েছিল — সূ

সূর্যশক্তির ওঠানামায় পৃথিবীতে নতুন প্রাণের দ্রুত উদ্ভব

এক নতুন গবেষণায় দেখা গেছে, পৃথিবীর কক্ষপথে সময়ের সঙ্গে সূক্ষ্ম পরিবর্তনের ফলে সূর্যালোকের পরিমাণে নিয়মিত ওঠা-নেমা হয়েছে। গবেষকরা বলছেন, প্রায় ৫০০ মিলিয়ন বছর আগে ঘটে যাওয়া Cambrian explosion — অর্থাৎ জীবজগতে আকস্মিক বিবর্তনগত উত্থান — এর পেছনে এই সূর্যালোক-পরিবর্তনের ভূমিকা থাকতে পারে। 

তৎকালীন সময়ে, ওই কক্ষপথ-পরিবর্তনগুলো প্রতি ২-৩ মিলিয়ন বছরে একবার হয়, এবং এর ফলে গ্রহকে পড়া সূর্যালোকের পরিমাণ, জলবায়ু, ভূমির আবহাওয়া সবই বদলে গিয়েছিল। 

বিবর্তনশীল জলবায়ু ও আবহাওয়া ভূমি ভেঙে, উচ্চ অক্ষাংশে ভূ-পৃষ্ঠের ক্ষয় (weathering) বাড়িয়ে দেয় — যার ফলে সমুদ্র ও জলে পুষ্টি উপাদানের ভারসাম্য পরিবর্তন হয়। এতে পানিতে সালোকসংশ্লেষণ (photosynthesis) ও অক্সিজেন উৎপাদন বেড়ে যায়, এবং একগুচ্ছ নতুন ও জটিল জীব গঠনের সুযোগ তৈরি হয়। 

গবেষণায় Climate এবং Biogeochemical মডেল ব্যবহার করে দেখা গেছে, সূর্যালোকের চক্রবৃদ্ধি এবং পরিবেশগত পরিবর্তনের সঙ্গে প্রাচীন অক্সিজেন স্তরের ওঠানামা সেই সময়কার প্রাণবিকাশে গুরুত্বপূর্ণ ছিল। 

তবে — সব সময় এমন অস্বাভাবিক বিবর্তন ঘটে না। ওই সময় বিশেষ কিছু শর্ত একসঙ্গে মিলে যায়েছিল — সূর্যালোক-পরিবর্তন, ভূ-পৃষ্ঠের রাসায়নিক প্রতিক্রিয়া, পুষ্টি প্রবাহ, জলবায়ু পরিবর্তন — এবং কেবল সেই সময়েই এমন দ্রুত ও বৈচিত্র্যময় জীবনের বিস্তার সম্ভব হয়েছিল। 

সূত্র-গার্ডিয়ান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow