সৃষ্টিকর্তা ফ্যাসিবাদকে ধ্বংস করতে তরুণ প্রজন্মকে পাঠিয়েছে : গোলাম রসুল

6 hours ago 5

সৃষ্টিকর্তা ফ্যাসিবাদকে ধ্বংস করতে এই তরুণ প্রজন্মকে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘বহু জুলুম-নির্যাতনের পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সমহিমায় টিকে রয়েছে। দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিপীড়িত ও নির্যাতিত মানুষ সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়েছে, আর সৃষ্টিকর্তা ফ্যাসিবাদকে ধ্বংস করতে এই তরুণ প্রজন্মকে পাঠিয়েছেন। তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং করছে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছর আমরা ব্যবসা-বাণিজ্য ও ঘরবাড়ি রক্ষার কাজে নিয়োজিত ছিলাম। এখন আমরা একটি সুযোগ পেয়েছি। এই সুযোগের সদ্ব্যবহার করে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে হবে। জনগণের একটাই চাওয়া—দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত দেশ, জুলুমমুক্ত রাষ্ট্র। কিন্তু এখনো এক শ্রেণির মানুষ দুর্নীতি, রাহাজানি ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। এসব থেকে পরিত্রাণ পেতে হলে জামায়াতে ইসলামীকে দায়িত্ব নিতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী বরকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।

আয়োজিত এ পুনর্মিলনীতে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায় রূপ নেয়।

Read Entire Article