ফরিদপুরের নগরকান্দায় নববধূর সামনে চোরের হাতে নিহত হয়েছেন জামাল মাতুব্বর নামে এক ব্যক্তি। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে চোরচক্র।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টায় উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মাতুব্বর (৫৫) কোনাগ্রামের হাতেম মাতব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, জামাল মাতুব্বর প্রায় ৩০ বছর মালয়েশিয়ায় ছিলেন। ঈদ উপলক্ষে এক মাস আগে বাড়িতে এসে বিয়ে করেন। চুরির উদ্দেশ্যে একদল সংঘবদ্ধ চোর রাত ২টার দিকে তার বাসার জানালা কেটে ঘরে ঢোকে। পরে লোহার রড দিয়ে বিশেষ অঙ্গে আঘাত করলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলায় বাবাকে হারান জামাল মাতব্বর। পরিবারের হাল ধরতে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। প্রায় ৩০ বছর প্রবাস জীবন শেষ করে রোজার আগে দেশে ফিরে বিয়ে করেন। দীর্ঘদিনের উপার্জিত অর্থই যেন কাল হয়ে দাঁড়াল জামালের। টাকার জন্যই এমন হত্যার ঘটনা ঘটেছে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল কালবেলাকে বলেন, চোরচক্রের সদস্যরা ঘরে ঢুকলে সম্ভবত তাদের চিনে ফেলায় এ ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।