সেই মুকুলকে নিয়ে যা বললেন জিৎ

2 months ago 6

বলিউড আবারও হারাল এক গুণী শিল্পীকে। জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে জীবনের যবনিকা টানলেন তিনি। শুক্রবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রতিভাবান অভিনেতা। তার অকালপ্রয়াণে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এদিকে সহঅভিনেতাকে হারিয়ে একটি শোক বার্তা দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার প্রিয় সহঅভিনেতা মুকুল, তোমার প্রয়াণের খবর শুনে মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে। আমরা একসঙ্গে কত হাসির মুহূর্ত আর অবিস্মরণীয় স্মৃতি ভাগ করেছি সেটে। প্রতিটি দৃশ্যে তুমি যে আনন্দ আর প্রাণচাঞ্চল্য এনেছ, তা আমি চিরকাল মনে রাখব। শান্তিতে বিশ্রাম নাও।
প্রয়াত খ্যাতিমান এ তারকা  ২০১২ সালে জিৎ এর বিপরীতে ‘আওয়ারা’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন মুকুল দেব। এরপর সেই ছবিতে জিৎ ও সায়ন্তিকা মুখ্যচরিত্রে ছিলেন। খলনায়কের ভূমিকায় দেখা যায় মুকুলকে, ছবিতে তার চরিত্রের নাম ছিল টনি ভরদ্বাজ। 

এরপর ২০১৪ সালে আবারও জিৎ এর সঙ্গে কাজ করেন বলিউড অভিনেতা মুকুল। ছবির নাম বচ্চন। রাজা চন্দ পরিচালিত মুকুলের চরিত্র ছিল আন্ডারওয়ার্ল্ড কিং মাস্টার। এ চলচ্চিত্রটিতেও তিনি দারুণ পার্ফম করেছিলেন।
জানা যায়, দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা এখনো জানা যায়নি। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউডের তারকারা।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। এই নভিনেতা হিন্দি ছাড়াও মালায়ালাম, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিতেও কাজ করেছেন। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান : দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য।

Read Entire Article