সেতুর ভিডিও করার সময় যুবকের মৃত্যু

3 months ago 45

সিরাজগঞ্জ শহরের ইলিয়ট সেতুর (বড়পুল) উপরে ছাদ খোলা গাড়ি থেকে ভিডিও করার সময় লোহার পাইপের আঘাতে রবিউল আজিম তনু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) ভোরে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তনু সাতক্ষীরার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে জানান, শুক্রবার রাতে বন্ধু মঈনুদ্দিনের আমন্ত্রণে নিহত তনুসহ তিনজন ঢাকা থেকে সিরাজগঞ্জ আসে। শুক্রবার সকালে ছাদ খোলা গাড়ি নিয়ে চার বন্ধু ঘুরতে বের হয়। পরে শহরের ইলিয়ট সেতুর সৌন্দর্য গাড়ির উপর থেকে মোবাইলে ধারণ করে তনু। এসময় সেতুর উপরে থাকা লোহার পাইপের সঙ্গে মাথার পেছনের অংশের ধাক্কা লাগে। এতে তনু গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বন্ধুরা তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাদখোলা গাড়িটি থানায় রাখা হয়েছে।

এম এ মালেক/এএইচ/এমএস

Read Entire Article