সেনাকুঞ্জে ড. ইউনূস ও খালেদা জিয়ার কুশল বিনিময়

2 months ago 32

এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কারামুক্ত হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দিতে ঘর থেকে বের হলেন তিনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সাড়ে তিনটার দিকে গুলশানের বাসা থেকে রওনা হোন তিনি।

সেনাকুঞ্জে পৌঁছার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশের চেয়ারে বসানো হয় বিএনপি চেয়ারপারসনকে। সেখানে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এসময় দুইজনকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে।

সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি বিরোধীদলীয় নেতা ছিলেন। এরপর আর কখনো তাকে সেনাকুঞ্জের এ আয়োজনে দেখা যায়নি। ২০১৮ সালে দুর্নীতি মামলায় কারাগারে যাওয়ার পর তাকে আর আমন্ত্রণও জানানো হয়নি।

সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রন জানানো হয়েছে। এই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরাসহ আরও অনেকে আমন্ত্রিত হিসবে যোগ দিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান গুলশানে খালেদা জিয়ার বাসায় গিয়ে সাবেক আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

২০০৯ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে একসঙ্গে দেখা গিয়েছিল।

কেএইচ/জেএইচ

Read Entire Article