সেনাবাহিনীর অনুষ্ঠানে রোবটের মতো হাঁটলেন বাইডেন

3 hours ago 5

বিদায়ের ঘণ্টা বেজে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আর মাত্র কয়েক ঘণ্টা তিনি হোয়াইট হাউসের বাসিন্দা। তবে বিদায়ের আগে বাইডেনকে সংবর্ধনা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। বৃহস্পতিবার আরলিংটনে জয়েন্ট বেস মায়ার-হিন্ডারসন হলে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের ভিডিও ফুটেজে দেখা যায়, স্বাভাবিক কোনো মানুষ নয় বরং রোবটের মতো হাঁটছেন বাইডেন। এর আগেও তাকে এমন রোবটিক আচরণ করতে দেখা দিয়েছিল। এরপরই বাইডেনের স্বাস্থ্যগত বিষয়টি সামনে আসে। তখন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।

এ সময় তিনি মার্কিন বাহিনীকে বিশ্বের মধ্যে সেরা বলেও বর্ণনা করেন। ওই অনুষ্ঠানে বাইডেনের সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাইডেনের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এসময় তাকে সম্মাননাও তুলে দেন।

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বাইডেন। এদিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এর আগে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
 

Read Entire Article