সেনাবাহিনীর হাতে ৪ চাঁদাবাজ আটক

3 months ago 40
দিনাজপুরের ঘোড়াঘাটে চার চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাণীগঞ্জ নতুন গরু হাট সড়ক থেকে তাদের আটক করা হয়। আটক চারজন হলেন- উপজেলার নূরপুর এলাকার মামুনূর রশিদ (৫০), দুদু মিয়া (৫৫), আব্দুল হাকিম (৫৭) এবং ভাতছালা গ্রামের আজাহার আলী (৫৪)। ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক চারজন দুটি শ্রমিক সংগঠনের সদস্য। তারা সংগঠনের কথা বলে গরু-ছাগল পরিবহনের চালকের কাছ থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন করছিল। তারা অনেক দিন থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে নজরদারি আরও বৃদ্ধি হয়েছে। সোমবার উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার গরুর হাটে চাঁদাবাজি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Read Entire Article