সেন্টমার্টিনে ভেসে এলো যুবকের মরদেহ

3 weeks ago 12
সেন্টমার্টিনের সমুদ্র উপকূলে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। ভেসে আসা ওই যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে তার কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেন্টমার্টিন দ্বীপের সিটিবি পয়েন্টে মরদেহটি ভেসে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।  দ্বীপের বাসিন্দারা বলেন, সোমবার সন্ধ্যার দিকে সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র সৈকতের সিটিবি পয়েন্টে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে আসে। তার পরনে রয়েছে কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট।  সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান কালবেলাকে বলেন, জোয়ারের পানিতে দ্বীপের পশ্চিম সৈকত দিয়ে এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি। মরদেহটি উদ্ধার করার জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে।
Read Entire Article