সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে ভেসে আসা একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর-পশ্চিম সৈকত পয়েন্টে মরদেহটি ভেসে আসে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্বীপের উত্তর-পশ্চিম সৈকত পয়েন্টে একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে।
জাহাঙ্গীর আলম/আরএইচ/এমএস