সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার 

2 months ago 10

ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮) নামক দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাত মন্দির সড়কের নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

মৃত শিশু ফারাবী উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতার প্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং লিহান উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাই প্রবাসী সামছুল হকের ছেলে। 

স্থানীয়রা জানান, মৃত দুই শিশুর পরিবার পৌর শহরের সাত মন্দির সড়কস্থ শেখ ভবনে ভাড়া বাসায় বসবাস করে। ওই ভবনের পাশে স্থানীয় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আবুল খায়ের নামক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত দায়িত্বরত কর্মকর্তা ফুলক ক্লান্তি বড়ুয়া জানিয়েছেন, ট্যাংক থেকে পানি নিষ্কাশন করে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

ছাগলনাইয়া পুলিশের সার্কেল তসলিম হুসাইন কালবেলাকে জানান, দুই শিশু নির্মাণাধীন পানির ট্যাংকে পড়ে মারা গিয়েছি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

Read Entire Article